Thursday, May 9, 2024
spot_img
Homeজেলারাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: রাতভর অবিরাম বৃষ্টিতে জলমগ্ন রাজপুর সোনারপুর পুরসভা এলাকার একাধিক ওয়ার্ড। ১, ৪, ১৫, ২২, ২৯, ৩৩, ৩৫ সহ নানা ওয়ার্ডের একাধিক জায়গায় জল জমায় ঘরবন্দি নানান এলাকার মানুষ। যাতায়াতে সমস্যায় পড়েছেন তাঁরা। গড়িয়ার বালিয়া এলাকায় বৃষ্টি হলেই একহাঁটু জল জমে যায়।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা

অনেক বাড়িতেই জল ঢুকে গিয়েছে। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা এরফলে সমস্যায় পড়েছেন। এলাকা পরিদর্শনে আসেন ওয়ার্ডে পুরপিতা পিন্টু দেবনাথ। তিনি বলেন, ওয়ার্ডের জল নামাতে তিনটি পাম্প চালু করা হয়েছে। নতুন করে বৃষ্টি না হলে বিকেলের মধ্যে জল নেমে যাবে বলে জানান তিনি। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস জানান, বোড়াল, গড়িয়া ও মহামায়াতলা মিলিয়ে মোট ১৮টি পাম্প চালানো হয়েছে দ্রুত জল নামানোর জন্য।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা

পাশাপাশি বারুইপুর পুরসভার ৪, ১১, ১৪ নম্বর ওয়ার্ড সহ বারুইপুরের বেশ কিছু পঞ্চায়েত এলাকায় জল জমে আছে। সাধারণ মানুষকে বৃষ্টিতেই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ভারী বৃষ্টি হলে তখন তো কথাই নেই।বারুইপুর পুরসভার ১৪ ও ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘের আগে পর্যন্ত প্রায় বেশ কিছুটা রাস্তায় জল জমে আছে।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা

এলাকার মানুষ বহুবার পুরসভায় বলার পর কিছুটা রাস্তা উঁচু করলেও জলযন্ত্রণা রয়েই গিয়েছে।বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায় বেশ কিছু জায়গায় অলিগলিতে জল জমে থাকার জন্য সাধারণ মানুষ সেখানে খুবই সমস্যায় পড়ছেন।

Most Popular