Thursday, May 9, 2024
spot_img
Homeরাজনীতিকে দখল করবে দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত! তরজা তুঙ্গে

কে দখল করবে দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত! তরজা তুঙ্গে

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : “আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৪ থেকে ১৫টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে।” গত শনিবার পশ্চিম সুরেন্দ্রনগর হরিমন্দির বাজারে পঞ্চায়েতের নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেন ওই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম কুমার আড়ি। তিনি বলেন, রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থ যেমন ১০০ দিনের কাজ, প্রাকৃতিক বিপর্যয়ের অনুদান সহ একাধিক বিষয়ে এই গ্রাম পঞ্চায়েতে নয় ছয় করা হয়েছে। এছাড়াও উন্নয়নের নামে দলবাজি ও স্বজনপোষণের অভিযোগ তোলেন তিনি। তাঁর আরও অভিযোগ, সমবায় সমিতিতে লক্ষ লক্ষ টাকা কারচুপি করা হয়েছে। ফলে সাধারণ মানুষ তাঁদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এই গ্রাম পঞ্চায়েতের আইলা নদী বাঁধ, ফ্ল্যাট সেন্টার, কংক্রিট ও ইঁট রাস্তার কাজগুলি রাজ্য সরকার মারফত করা হয়েছে বলেও গৌতম বাবু বলেন। কংগ্রেস দলীয় স্বার্থে বর্তমান প্রার্থীদের মধ্যে দুলাল মন্ডল, মানস কুমার শাসমল, গঙ্গেশ মন্ডলের জমিতে নতুন জল প্রকল্পের পিন পয়েন্ট তৈরি করেছে বলেও তিনি অভিযোগ তোলেন। তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস দূর্বাচটিতে ক্ষমতায় এলে, রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হবে বলে, ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জানান। শনিবারের নির্বাচনী সভায় পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য সরকার এর সমস্ত প্রকল্পের সুবিধা অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে এই গ্রাম পঞ্চায়েতও পেয়েছে। তাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তবে বিরোধী জোটের পক্ষ থেকে সিপিআইএম নেতা অজয় কুমার জানা এবং কংগ্রেস নেতা শুকদেব বেরা জানান, ১০০ দিনের কাজ বন্ধ থাকার কারণে গ্রাম পঞ্চায়েতে এখনও বকেয়া ১ কোটি টাকা পাওনা রয়েছে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি -র ফান্ড থেকে কোন কাজ দূর্বাচটিতে করা হয়নি। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে যতটা সম্ভব, ততটুকু কাজ করা হয়েছে বলে, জোটের নেতারা বলেন। পানীয় জলের জন্য নলকূপের ব্যবস্থা করা হয়েছে। নিয়ম অনুযায়ী, দলিল কৃত জায়গা পিএইচডি নতুন জল প্রকল্পের অনুমোদন করেছে। এছাড়াও জেলা পরিষদ ৫টি কংক্রিট রাস্তার অনুমোদন দিয়েছে। টেন্ডারও হয়েছে, কিন্তু ঠিকাদার বকেয়া টাকা না পাওয়ায় কাজ বন্ধ রয়েছে বলে, জোটের পক্ষে বলা হয়। সমবায় সমিতির সমস্ত অর্থের হিসাব নিকাশের দায়িত্বে রয়েছেন সরকারি নিযুক্ত ম্যানেজার। তাই ম্যানেজার তার সঠিক উত্তর দিতে পারবেন বলে, কংগ্রেস নেতা শুকদেব বেরা জানান। এছাড়া বিশালাক্ষী মিষ্টি জলাধার প্রতি ৩ বছর অন্তর লিজ দেওয়া হয় পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। কিন্তু দীর্ঘদিন খাল সংস্কার করা হয়নি বলে অভিযোগ। যদিও পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, জমি জটের কারণে ওই খাল
সংস্কার করা সম্ভব হয়নি। অন্যদিকে বিরোধী জোটের পক্ষ থেকে বলা হয়, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা দুর্নীতির দায়ে এখন জেলে রয়েছেন। তাই নিজেদের অপকর্ম ঢাকতে তৃণমূল কংগ্রেস জোটের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তবে দূর্বাচটিতে পুনরায় কংগ্রেস ও সিপিএমের জোট সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বলে জানান, বিরোধী জোটের নেতারা। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতটি অতীতে কংগ্রেস ও সিপিএমের জোটের দখলে ছিল।

Most Popular