Tuesday, May 7, 2024
spot_img
Homeরাজনীতিবিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময়ে বাম ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে টানার চেষ্টা করেছে বিজেপি। আর এবার পঞ্চায়েত ভোটের আগেও সেই চেষ্টা আরও একবার দেখা গেল শুভেন্দু অধিকারীর সভায়।শনিবার পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় বিজেপির প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে বাম মানসিকতা সম্পন্ন মানুষদের প্রতি শুভেন্দুর অনুরোধ, তাঁরা যেন বিজেপিকেই ভোট দেন।

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

শুভেন্দুর বার্তা, ‘সিপিএমের ফাঁদে পা দেবেন না। কমরেডদের বলব, আপনারা বিজেপিকে ভোট দিন। কারণ আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে ফিশফ্রাই আর বিরিয়ানি খেয়ে ফেলেছেন।’কিছুদিন আগেই পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক হয়েছিল।

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

সেই বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রণকৌশল তৈরি হয়েছে। সেখানে রাহুল গান্ধীদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন, তেমনই সীতারাম ইয়েচুরিও ছিলেন। সেই নিয়ে আগেও একবার খোঁচা দিয়েছেন শুভেন্দু। বিরোধী জোটের সমীকরণ যে বেশ জটিল, তা তুলে ধরেছিলেন টুইটে।

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

শুভেন্দুর বক্তব্য ছিল, বাংলায় বাম-কংগ্রেস হল তৃণমূলের বি টিম। দিল্লিতে আবার তৃণমূল ও সিপিএম হল কংগ্রেসের বি টিম। এদিকে আবার কেরলে সিপিএম ও কংগ্রেস উভয় উভয়ের বিরুদ্ধে লড়ছে। শুভেন্দুর দাবি, সিপিএমকে ভোট দেওয়া মানে পরোক্ষে তৃণমূলকেই ভোট দেওয়া। কারণ, পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম ও কংগ্রেস।

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

বিরোধী দলনেতার বক্তব্য, বিজেপিই একমাত্র দল যাদের কোনও সেটিং নেই।পাশাপাশি, শুভেন্দু বলেন, ‘চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে। বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে। বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, সর্বত্র চুরি হয়েছে।

বিজেপিকে ভোট দিতে সিপিএমকে অনুরোধ শুভেন্দুর

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একবছরে শূন্যপদ পূরণ। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি। এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে। রাজ্যে কতজন বেকার ভাতা পান? সবই বাম-কংগ্রেস-তৃণমূলের সেটিং।’

Most Popular