Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যখবরের কাগজ পড়ে বাইরনের তৃণমূলে যোগদান জেনেছি: মমতা

খবরের কাগজ পড়ে বাইরনের তৃণমূলে যোগদান জেনেছি: মমতা

স্টাফ রিপোর্টার: সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের দলবদল নিয়ে রাজনৈতিক উত্তাপের ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানান, ”ওসব ব্লক স্তরের ব্যাপার, আমি কিছু জানি না। আমিও খবরটা দেখেছি কাগজে।” তিনি আরও বলেন, “আমি এগুলো করি না। দলের বেশ কিছু সিস্টেম আছে।

খবরের কাগজ পড়ে বাইরনের তৃণমূলে যোগদান জেনেছি: মমতা

এগুলো ব্লক স্তরে হয়। ডোন্ট আস্ক মি (আমাকে জিজ্ঞেস করবেন না)।” কোনও বিধায়ক অন্য দল থেকে তৃণমূলে যোগ দেবেন, কিন্তু মমতা তা জানবেন না বা তাঁর বিনা অনুমোদনে তা হবে, এটা তৃণমূলের দস্তুর নয়। তা হলে এ বার ব্যতিক্রম হল কেন?

খবরের কাগজ পড়ে বাইরনের তৃণমূলে যোগদান জেনেছি: মমতা

দলের একাংশের বক্তব্য, আসলে মমতা এই ভাবে বিষয়টিকে ‘লঘু’ করে দেখাতে চেয়েছেন। কারণ, তিনি সম্যক জানেন, তাঁর আহ্বানে যখন বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তখন বাইরনের দলবদল তাতে ‘নেতিবাচক’ প্রভাব ফেলতে পারে।

Most Popular