Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্য'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

‘কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি’: মমতা, ‘তোষণের রাজনীতি’, পাল্টা শুভেন্দু

স্টাফ রিপোর্টার: স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কুড়মিদের হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মঞ্চ থেকে তিনি বলেন, ‘এত বড় সাহস! আমাদের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচূর করেছে। ও এক আদিবাসী মেয়ে। অনেক কাজ করে। সিনেমা করে, নাটক করে। আমি ওকে দিয়ে অনেক কাজ করাই। ওর গাড়ি ভেঙেছে।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

আমি মনে করি কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান দিয়ে অত্যাচার করেছে।আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে।আমি বিশ্বাস করি কুড়মি ভাইয়েরা এই কাজ করতে পারে না। বিজেপিই এই কাজ করিয়েছে। অভিষেকের উপরও ওরা হামলা করতে গিয়েছিল।মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে৷ পুলিশ পুলিশের কাজ করবে৷ গদ্দারি করে, বাংলা বা তৃণমূলকে শেষ করতে পারবেন না৷’এর পরেই মণিপুর প্রসঙ্গ টেনে আনেন মমতা৷

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

তিনি বলেন, ‘ওরা মণিপুরের মতো জাতিগত দাঙ্গা লাগাতে চাইছে৷ কুড়মি আর আদিবাসীদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে৷ এর জন্য অনেক টাকা দিচ্ছে। অনেক নেতার কাছে কোটি কোটি টাকা দিয়েছে৷ আপনাদের মধ্যে আগুন লাগিয়ে দেবে৷ মণিপুরের মতো করবে৷ দিল্লি থেকে সেনা চলে আসবে৷ গুলি চালাবে। মারা গেলে কেস করতে পারবেন না।’ আন্দোলন নিয়ে মমতা বক্তব্য, ‘যাঁরা রোজ রেল অবরোধ করছেন, বাড়ি, গাড়ি ভাঙছেন৷ তাঁদের বলছি ভাল ভাবে থাকতে হলে, আপনাদের মাথায় আমি ছাতা ধরব।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

আমি সব সহ্য করতে পারি, কিন্তু রক্ত আর চোখ রাঙানি সহ্য করতে পারি না৷ দিল্লি আমাকে অনেক ধমকায়৷ অনেক চমক দেয়৷ আর ছ’মাস অপেক্ষা করুন৷ দিল্লি বদলাবে৷’এর পর তিনি আদিবাসী উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম আমলে এই সব জায়গায় বড় বড় গর্ত ছিল। মাছ চাষ হতো। আমরা রাস্তা তৈরি করেছি। হাসপাতাল তৈরি করেছি।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

আগে আদিবাসী ভাইরা অনাহারে থাকতেন। পিঁপড়ে খেতেন। আমরা এসে অবস্থার পরিবর্তন করেছি।আমার সঙ্গে থাকলে উন্নয়ন হবে। আপনাদের জন্য কী করিনি? আরও হবে।’জঙ্গলমহলে আদিবাসী উন্নয়নে একটি পর্ষদ তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’ আমি ঠিক করেছি, একটি ট্রাইবাল ডেভলপমেন্ট বোর্ড তৈরি করব। আমি নিজে চেয়ারম্যান থাকব। আমার সঙ্গে বীরবাহা হাঁসদা ও অন্যান্য আদিবাসী ভাইবোনরা থাকবেন।’

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।তিনি বলেন, ‘আমি তো বাড়িতে আর অফিসে খুঁজে দেখলাম আটটা নোট বেরিয়েছে। চারটে অফিসে, আর চারটে বাড়িতে। অর্থাৎ, বুঝতেই পারছেন ওই নোট আমরা ব্যবহারই করি না। আমরা ছোট নোট বেশি ব্যবহার করি।’ একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর আরও বক্তব্য, ‘২০০০ টাকা আপনার কাছে থাকলেও ব্যাঙ্ক জমা নিচ্ছে না। দোকানদারের কাছে গেলে, দোকানদার ভয়ে ২০০০ টাকার নোট নিচ্ছে না।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

এটা তাহলে (কেন্দ্রের) আগে ভাবা উচিত ছিল না? ২০১৬ সালেই তো করলেন নোট বদল। তাহলে আজ আবার নোটবদল কেন? যদি করতেই হয়, তাহলে আগে অপশন তৈরি করে, জনগণকে সুবিধা দিয়ে তারপর করবেন। আমার তো সংশয় হচ্ছে, কোনও একটি রাজনৈতিক দল এই টাকাটি মজুত করে রেখে দিয়েছে।’ বিজেপিকে নিশানা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিশানা করেছেন সিপিএমকেও।সিপিএমের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানাতে শানাতেই মমতা চলে যান একেবারে স্মৃতির পাতায়।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

তাঁর মুখে এদিন শোনা যায় প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের নাম। সিপিএমের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ এতটুকু না কমিয়ে মমতা বলেন, ‘অনেক সময় সিপিএম নেতা-কর্মীরা বলেন তাহলে আমাকে গ্রেফতার করল না কেন? আরে করিনি তো তোদের দয়া করে। গ্রেফতার করলে তো সবকটাকে করতে হত। সুব্রতদা আজকে বেঁচে নেই। উনি মাঝেমাঝে আমাকে বলতেন মমতা তোর বড় দোষ! তুই এই সিপিএমটাকে ক্ষমা করে দিলি কেন?

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

আমি বলতাম কেন সুব্রতদা? তখন উনি বলতেন জানিস এ যা অন্যায় করেছে তাতে ওকে সপ্তাহে একদিন করে পেটানো উচিত। আজ উনি বেঁচে নেই। কিন্তু ওনার কথাটা আমার মাঝেমাঝেই মনে পড়ে। মারব না আমরা কাউকে। পাপের মার বিচুটি পাতা দিয়ে ঘষলেই চলে যাবে।’ এদিন দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল নেত্রী বলেন, ‘অনেক সময় দেখা যায় বিধায়কের একটা মত হচ্ছে, ব্লক সভাপতির আরেক মত হচ্ছে। কিংবা জেলা পরিষদের সদস্যের একটা মত হচ্ছে।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

আর বুথ কমিটির আরেকটা মত হচ্ছে। গণতন্ত্রে দল বড় হলে ভিন্নমত হতেই পারে। দলের সিম্বল যেই পাক, সবাই মিলে তাঁকে সমর্থন করতে হবে।’ এদিকে শালবনিতে নবজোয়ার যাত্রায় যোগ দিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও সুর চড়িয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মালদার মানিকচকে দাঁড়িয়ে পাল্টা তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন, ‘এটা একটা সরকারের কাজ, শুধু তোষণের রাজনীতি, বাংলা আজ শেষ।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

৬ লক্ষ কোটি ঋণের বোঝা, ২ কোটি বেকার, এটাই এখন বাংলা।আগে ছিল ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক, এখন তা বেড়ে ৪৫ লক্ষ। শুধু সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখাচ্ছে তৃণমূল। কেন্দ্রের কোনও কিছু শুধু তো একটি সম্প্রদায়ের জন্য নয়। কেন্দ্রের টাকা লুঠ করেছে তৃণমূল, সাধারণ মানুষ কেউ পায়নি। ৩০ হাজার টাকা ঘুষ না দিয়ে কেউ কি ১ লক্ষ ২৫ হাজার টাকার বাড়ি পেয়েছেন ? গর্ত খুঁড়ে পার্থ-অর্পিতার মতোও টাকা উদ্ধার করবে এজেন্সি।’

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

বিরোধী দলনেতার আক্রমণ, ‘পাড়ায় পাড়ায় শুধু মদের দোকান, আর লটারির দোকান। আপনাদের কেউ জিতেছেন লটারির কোটি টাকা। কারা জিতেছে ? অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে। আরও একাধিক তৃণমূল নেতার আত্মীয়রা। মানুষ লটারি কাটতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। লটারির টিকিট কেটে খালি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে। আর পাড়ায় পাড়ায় খুলেছে মদের দোকান।

'কুড়মিদের নাম করে অত্যাচার করেছে বিজেপি': মমতা, 'তোষণের রাজনীতি', পাল্টা শুভেন্দু

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে। আর মদের দোকান খুলে বার্তা দিচ্ছে, মা-স্ত্রীদের কাছ থেকে টাকা ছিনিয়ে এনে মদ খাও।’ শুভেন্দু বলেন, ‘তৃণমূল দোকান খুলে চাকরি বিক্রি করেছে, সিপিএম ক্যাডারদের চাকরি দিয়েছে। সিপিএম এখন টেস্টেড এবং রিজেক্টেড, বিজেপিই এখন ভবিষ্যৎ।’

Most Popular