Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

স্টাফ রিপোর্টার: পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।এই বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা প্রায় ৯৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রাম। গ্রামেরই ভানু বাগ নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরির কারখানা ছিল। সেই বাড়িতেই মঙ্গলবার দুপুর ১২টার কিছু পরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে দেখেন, স্থানীয় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে মানুষের মৃতদেহ ও দেহাংশ। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে বাজি কারখানার চালা। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাকা দেওয়াল। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন গ্রামবাসীরা। ওদিকে আহতদের উদ্ধার করে অ্যম্বুলান্সে করে এগরা মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। পত্রিকাটি মুদ্রনে যাওয়া পর্যন্ত পরে সেই মৃতের সংখ্যা বেড়ে হয় ৯৷যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতের হাসপাতালে চিকিৎসা চলছে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে থেকেও অগ্নিদগ্ধ দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছে৷ এলাকাবাসীর দাবি, এই এলাকায় বাড়ির মধ্যে একাধিক অবৈধ বাজি কারখানা রয়েছে।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

এই কারখানাগুলির ওপর কোনও নিয়ন্ত্রণ নেই পুলিশ – প্রশাসনের। যার ফলে আগেও এলাকায় এই ধরণের ঘটনা ঘটেছে। পূর্ব মেদিনীপুর জেলায় পর পর বিস্ফোরণের ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে।এলাকাবাসীর আরও দাবি, অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল ওই কারখানায়। বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত বলেও এলাকাবাসীর দাবি।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

গ্রামবাসীদের অভিযোগ, যাতে বেআইনি কারখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা পুলিশ না নেয়, সেজন্য তাঁদের টাকা দেওয়া হত মাসে মাসে।স্থানীয় পুলিশকে বারবার বলা হলেও তাঁরা কোনও পদক্ষেপ না নেওয়াতেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে বলে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান এগরার খাদিকুল গ্রামের বাসিন্দারা। এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের শুধু বিক্ষোভ দেখানোই নয়, পুলিশের উর্দি টেনে ধরে ছিঁড়ে দেওয়া হয়।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

ধাক্কাধাক্কির মুখে পড়তে হয় পুলিশকে। এমনকি পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠেছিল যে পুলিশকে লাঠি নিয়ে তাড়াও করলেন গ্রামবাসীরা। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট সেই কারণে প্রশ্ন উঠেছে, এটি অবৈধ বাজি তৈরির কারখানা না কি বৈধ কারখানা না কি বাজি কারখানার আড়ালেই চলছিল বোমা বাঁধার কাজ, খতিয়ে দেখছে পুলিশ।বিস্ফোরণের তীব্রতায় ছিটকে যাওয়া মৃতদের সন্ধান এখনও চালাচ্ছে পুলিশ।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

এই বিষয়ে পুলিশ সুপার বলেন,”আগেও তদন্ত হয়েছে। ওই বাজি কারখানা বেআইনিভাবে চলছিল। ওরা লুকিয়ে এই কারখানা চালাচ্ছিল। ভানু বাগ এর আগেও গ্রেফতার হয়েছিল। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন। এদের সকলের পাশে রাজ্য সরকার রয়েছে। যাঁরা আহত তাঁদের স্পেশ্যাল ট্রিটমেন্ট দেওয়া হবে।

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ! মৃত প্রায় ৯

আপাতত আমাদের কাছে যা খবর রয়েছে সিআইডি তদন্তভার হাতে নিতে পারবে। বাকি সকল আইনি পদক্ষেপ পুলিশ করছে। ফরেন্সিক দলকে জানানো হয়েছে। বাজি কারখানাতে যারা কাজ করতেন তাঁরাই মারা গিয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলবে।” ।

Most Popular