Wednesday, May 8, 2024
spot_img
Homeরাজনীতি‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, 'প্রমাণ...

‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, ‘প্রমাণ দেবই’, পাল্টা শুভেন্দু

স্টাফ রিপোর্টার: জতীয় দলের তকমা হারানোর পর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার নবান্ন থেকে সেই বিষয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নাম না করে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারীকেও।বুধবার শুভেন্দুকে ‘ভুঁইফোড়’ বলে সম্বোধন করে মমতা বলেন, ‘‘ এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, 'প্রমাণ দেবই', পাল্টা শুভেন্দু

পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। তৃণমূলকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। জনগণের সমর্থন নেই বলেই এ সব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” এর পরেই মুখ্যমন্ত্রী পালটা চ্যালেঞ্জের সুরে বলেন, “যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তা হলে আমি মুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দেব। আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘ দিন রাজনীতি করছি।’’ একই সঙ্গে মমতা প্রশ্ন তোলেন, ‘‘প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো?”

‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, 'প্রমাণ দেবই', পাল্টা শুভেন্দু

এরপর তিনি বিজেপি উদ্দেশে বলেন, আমরা কারও দয়ায় সর্বভারতীয় দল হইনি। আমরা সর্বভারতীয় দল ছিলাম, আর থাকব। দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছিল, থাকবে।বিজেপির হাতে কমিশন আছে আমাদের পাশে মানুষ। আমরা মানুষকে দিয়ে করাব। ক্ষমতায় আছেন বলে যা খুশি করবেন না।’’

‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, 'প্রমাণ দেবই', পাল্টা শুভেন্দু

এদিকে যখন অমিত শাহকে ফোন করার কথা অস্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জের জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বুধবার বিকেলে টুইট করে পাল্টা তিনি বলেন, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! এর আগে আপনি প্রধানমন্ত্রীকে ‘কিম্ভূত কিমাকার’ বলেছিলেন।

‘শাহকে ফোন করেছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার, 'প্রমাণ দেবই', পাল্টা শুভেন্দু

এবার সেই অবমাননাকর শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছেন। দিল্লিতে ফোন করার জন্য আপনি একটি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন। আমি ঠিক সময়মতো তা ফাঁস করব। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মুখের ওপর জবাব পাওয়ার জন্য তৈরি থাকুন।’

Most Popular