Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যবিয়ের পরদিনই চাকরি গেল বরের! কটাক্ষ নেটিজেনদের

বিয়ের পরদিনই চাকরি গেল বরের! কটাক্ষ নেটিজেনদের

স্টাফ রিপোর্টার : বিয়ের পরদিনই চাকরি গেল পাত্রর।নিয়োগ দুর্নীতির তদন্ত শুরুর পর দফায় দফায় চাকরি খুইয়েছেন বহু স্কুল শিক্ষক-শিক্ষাকর্মী। ফলে বেআইনি পথে যাঁরা চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের সকলেরই কম-বেশি দুশ্চিন্তা তো ছিল। সেই তালিকায় ছিলেন জলপাইগুড়ির বাসিন্দা প্রণব রায়। সূত্রের খবর, ২০১৭ সাল থেকে জলপাইগুড়ির রাজডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।

বিয়ের পরদিনই চাকরি গেল বরের! কটাক্ষ নেটিজেনদের

গত বৃহস্পতিবার ছিল তাঁর বিয়ে। ধুমধাম করে সারেন বিয়ে। বিয়ে সেরে শুক্রবার বউকে নিয়ে বাড়ি ফেরেন প্রণব।ওইদিনই নিয়োগে গরমিল থাকায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যে আসে যাঁরা চাকরি খুইয়েছেন তাঁদের তালিকা। দেখা যায়, সেখানে নাম রয়েছে প্রণব রায়েরও। বিষয়টা জানাজানি হতেই প্রণব রায়ের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের পরদিনই চাকরি গেল বরের! কটাক্ষ নেটিজেনদের

নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি তাঁদের। তবে মুখে কুলুপ পরিবার ও প্রতিবেশীদের। এ বিষয়ে রাজাডাঙা কেন্দা মহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজিত দত্ত বলেন, “আইন নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।”

Most Popular