Friday, April 26, 2024
spot_img
Homeদেশমেঘালয়ে বিজেপি-র থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল: বুথফেরত সমীক্ষা

মেঘালয়ে বিজেপি-র থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল: বুথফেরত সমীক্ষা

সংবাদ সংস্থা : ইতিমধ্যে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ-পর্ব মিটে গিয়েছে। এবার পালা বুথফেরত সমীক্ষার। আগামী ২ মার্চ ফলপ্রকাশের আগে জি ম্যাট্রিজ সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। বিজেপি ৬- ১১ টি আসনে জিততে পারে।

মেঘালয়ে বিজেপি-র থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল: বুথফেরত সমীক্ষা

কংগ্রেসের ঝুলিতে যেতে পারে তিনটি থেকে ছ’টি আসনে। ৮- ১৩ টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস।গতবারের বিধানসভা নির্বাচনে মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি এবং বিজেপির জোট হলেও এবার সেটা হয়নি। জোট ছাড়াই লড়াই করছে দুই দল।তবে বুথফেরত সমীক্ষা যে মিলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বরং অতীতে এমনও হয়েছে যে বুথফেরত সমীক্ষার পুরো ওলট-পালট হয়ে গিয়েছে।

Most Popular