Friday, April 26, 2024
spot_img
Homeদেশভারতে আসছে আরও ১২টি চিতা

ভারতে আসছে আরও ১২টি চিতা

সংবাদ সংস্থা : ১২টি চিতা আসতে চলেছে ভারতে।শনিবারেই ভারতে পৌঁছে যাবে চিতাগুলি। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, কুনো জাতীয় উদ্যানে চিতাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে ভারতে আনা হবে। আগে যে ক’টি চিতাকে আনা হয়েছিল তারা বহাল তবিয়তে রয়েছে।

ভারতে আসছে আরও ১২টি চিতা

যথাযথভাবেই তাদের দেখাশোনা করা হচ্ছে। নতুন করে ১২টি চিতাকে আনার বিষয়ে একটি বিশেষ বৈঠকও ডাকা হয়েছে।” জানা গিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ আফ্রিকা থেকে যাত্রা শুরু করবে এই ১২টি চিতা। শনিবার গোয়ালিয়রে বায়ুসেনা ঘাঁটিতে এসে নামবে সি-১৭ বিমান।

ভারতে আসছে আরও ১২টি চিতা

তারপরে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে তাদের। ইতিমধ্যেই কুনোতে ১০টি কোয়ারেন্টিন এনক্লোজার তৈরি করা হয়েছে। সেখানেই রাখা হবে ১২টি চিতাকে।

Most Popular