Saturday, April 27, 2024
spot_img
HomeUncategorizedমাঠে ফিরতে ঋষভের চার থেকে ছয় সপ্তাহ লাগবে : বিসিসিআই

মাঠে ফিরতে ঋষভের চার থেকে ছয় সপ্তাহ লাগবে : বিসিসিআই

সংবাদ সংস্থা : দশ দিন হল হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে ঋষভ পন্থকে। এমসিএল এবং এসিএল-এ বড় অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের আশা লিগামেন্টের বাকি চোট স্বাভাবিক পদ্ধতিতেই সেরে যাবে। দুর্ঘটনার প্রায় তিন সপ্তাহ পর পন্থের সুস্থতা নিয়ে বড় আপডেট পাওয়া গেল।সূত্রের খবর, দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পাবেন ভারতের উইকেটকিপার ব্যাটার।

মাঠে ফিরতে ঋষভের চার থেকে ছয় সপ্তাহ লাগবে : বিসিসিআই

তারপর শুরু হবে রিহ্যাব। বিসিসিআইয়ের এক সূত্র বলেন, ‘পন্থের সব লিগামেন্টেই চোট ছিল। পিসিএলে চোট চিন্তার কারণ। ডাক্তাররা জানায় এমসিএলে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। দুই সপ্তাহ পরে পিসিএলের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আশা করা যাচ্ছে আর অস্ত্রোপচার প্রয়োজন হবে না।

মাঠে ফিরতে ঋষভের চার থেকে ছয় সপ্তাহ লাগবে : বিসিসিআই

আপাতত ওর একটাই মেজর অস্ত্রোপচার হয়েছে। সাধারণত চার থেকে ছয় সপ্তাহ লাগে লিগামেন্টের চোট সারতে। তারপর রিহ্যাব এবং স্ট্রেন্থ ট্রেনিং শুরু হবে। আরও দু মাস পর বোঝা যাবে ও কবে মাঠে ফিরতে পারবে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ লেগে যাবে।’

Most Popular