Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং-এ যাচ্ছেন এক প্রবীন...

ভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং-এ যাচ্ছেন এক প্রবীন কর্মী

স্টাফ রিপোর্টার : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং যাচ্ছেন ৭০ বছরের একপ্রবীন এক কংগ্রেস কর্মী।জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ওই বৃদ্ধ। নাম প্রভাত দাস। তাঁর মন প্রাণ জুড়ে কংগ্রেস। সেই কারণেই চেয়েছিলেন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অংশ হতে।

ভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং-এ যাচ্ছেন এক প্রবীন কর্মী

সাগর থেকে পাহাড় কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকালে সাইকেল চালিয়ে গঙ্গাসাগরে আসেন ওই বৃদ্ধ। স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দেন তিনি। সাইকেলেই গঙ্গাসাগর থেকে তিনি যাত্রা করেন কার্শিয়াং- এর উদ্দেশ্যে।বুধবার গঙ্গাসাগরে বসে তিনি জানান, “অপপ্রচার চলছে কংগ্রেস নাকি কোণঠাসা।

ভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং-এ যাচ্ছেন এক প্রবীন কর্মী

শেষ হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন কংগ্রেস কখনও শেষ হয় না। একমাত্র কংগ্রেসই পারে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়তে। বয়সটা আমার কাছে কোনও বাধাই নয়। শপথ নিয়েছি, দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজের একজন অংশীদার হব।

ভারত জোড়ো যাত্রার অংশ হতে সাইকেলে সাগর থেকে কার্শিয়াং-এ যাচ্ছেন এক প্রবীন কর্মী

আর তাই রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়ে মহান এই কর্মসূচিতে যোগ দিয়েছি। গঙ্গাসাগর থেকে কার্শিয়াং সাইকেলে যাত্রাপথে সকলকে একটাই বার্তা দেব, কংগ্রেসের এই মহান কর্মযজ্ঞে তাঁরা যেন সামিল হন।”

Most Popular