Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাসাগরে শুরু ঐতিহ্যবাহী নাগপুজো

সাগরে শুরু ঐতিহ্যবাহী নাগপুজো

রবীন্দ্রনাথ মণ্ডল, সাগর: সাগরে শুরু হল ঐতিহ্যবাহী নাগপুজো। মঙ্গলবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের অন্তর্গত পুরুষোত্তমপুর নাগ সরোবর ময়দানে নাগরাজ বাসুকীদেব ও মনসা মাতার পুজো শুরু হয়। এ বছর এই পুজো ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে। সপ্তাহব্যাপী এই পুজো চলবে।

সাগরে শুরু ঐতিহ্যবাহী নাগপুজো

এদিন দেব দেবীর মন্দিরের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সংঘের গঙ্গাসাগর শাখার সম্পাদক স্বামী জিতাত্মানন্দজি মহারাজ। মেলার উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপনকুমার প্রধান,

সাগরে শুরু ঐতিহ্যবাহী নাগপুজো

সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয়কুমার দে, সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস রায়, ধবলাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদিশা দোলুই প্রমুখ।

Most Popular