Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যমঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

মঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

স্টাফ রিপোর্টার : গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ইডি। জল্পনা ছিল, শুক্রবারই তৃণমূল নেতা অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হতে পারে। কিন্তু পরে তদন্তকারীদের সূত্রে খবর মেলে, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি।

মঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হন শুক্রবার সকালে। উদ্দেশ্য, রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা।রাইস অ্যাভিনিউ আদালতে সেই মতো আবেদনও করেন ইডির আইনজীবী।তদন্তকারী সংস্থা সূত্রে খবর,তদন্তকারীরা চেয়েছিলেন,

মঙ্গলবারের আগে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

শুক্রবারই আদালত থেকে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করিয়ে শনি বা রবিবারের মধ্যে অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসতে। কিন্তু সেই আবেদন গ্রহণ করলেও বিচারক কোনও নির্দেশ দিলেন না। জানিয়ে দিলেন, আগামী মঙ্গলবার ইডির আবেদনের ভিত্তিতে পরবর্তী শুনানি হবে। যার অর্থ, অন্তত মঙ্গলবার পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি।

Most Popular