Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাকুলতলিতে ম্যানগ্রোভ কেটে নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ

কুলতলিতে ম্যানগ্রোভ কেটে নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ

রফিকুল ঢালি, কুলতলি: নদীর চরে থাকা ম্যানগ্রোভ কেটে বেআইনি ভাবে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠল। কুলতলির ১৩৯ নম্বর বুথের নৈপুকুরিয়া নদীর চর দখল করে বেআইনি ভাবে ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে।

কুলতলিতে ম্যানগ্রোভ কেটে নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ

গ্রামের মানুষজন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বন দপ্তরে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। তারপর নড়েচড়ে বসেছে প্রশাসন।স্থানীয় মানুষজনের বক্তব্য, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ আসছে, তাতে নদীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কুলতলিতে ম্যানগ্রোভ কেটে নদীর চরে মাছের ভেড়ি তৈরির অভিযোগ

ম্যানগ্রোভের জন্য গ্রামগুলি রক্ষা পায়। কিন্তু দিনের পর দিন এইভাবে যদি বেআইনি মাছের ভেড়ি তৈরি হতে থাকে, তাহলে সুন্দরবনবাসীর জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপর্যয়।

Most Popular