Saturday, April 27, 2024
spot_img
Homeদেশপর্যটকদের রেকর্ড ভিড়ে ইতিহাস গড়ল কাশ্মীর

পর্যটকদের রেকর্ড ভিড়ে ইতিহাস গড়ল কাশ্মীর

সংবাদ সংস্থা: স্বাধীনতার পর প্রথম বারের জন্য রেকর্ড পরিমাণ পর্যটকের সাক্ষা থাকল কাশ্মীর।চলতি বছর এবং গত কয়েক মাসে রেকর্ড পরিমাণ ভিড় হয়েছে শ্রীনগর এবং কাশ্মীর উপত্যকায়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সারাবছর ডাল লেকের হাউসবোট এবং শিকারা গুলি ভর্তি ছিল পর্যটকে। ডাল লেকের বুলেভার্ড রোড এবং অন্যান্য প্রধান স্থানে অবস্থিত হোটেলগুলি যাত্রীদের আগমনের কারণে প্রায় ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে।

পর্যটকদের রেকর্ড ভিড়ে ইতিহাস গড়ল কাশ্মীর

২০১৯ সালে আগস্টে ৩৭০ ধারা বাতিল করা এবং তারপর কোভিডের কারণে প্রায় ভেঙে পড়েছিল কাশ্মীরের পর্যটন শিল্প। সেখান থেকে ফের একবার ঘুরে দাঁড়িয়েছে কাশ্মীর।বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের প্রায় সব প্রান্ত থেকে পর্যটকরা এই বছর জম্মু ও কাশ্মীরে এসেছেন। হোটেল থেকে শুরু করে হোটেল মালিক, হাউসবোটের মালিক, ট্যাক্সি এবং শিকারা অপারেটর এবং রেস্তোরাঁর মালিকরা চলতি বছর পর্যাপ্ত পরিমাণে আয় করেছেন।

পর্যটকদের রেকর্ড ভিড়ে ইতিহাস গড়ল কাশ্মীর

পরিসংখ্যান বলছে, ২০২২ সালে দেড় কোটিরও বেশি পর্যটক জম্মু ও কাশ্মীর পরিদর্শন করেছিলেন যা স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ। পর্যটন কর্তৃপক্ষ জানাচ্ছেন, কঠোর শীত না পড়া পর্যন্ত ভিড় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Most Popular