Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যকার জন্য কেন বঞ্চিত যোগ্যরা, জানাতে সিবিআইকে নির্দেশ গঙ্গোপাধ্যায়ের

কার জন্য কেন বঞ্চিত যোগ্যরা, জানাতে সিবিআইকে নির্দেশ গঙ্গোপাধ্যায়ের

স্টাফ রিপোর্টার: যোগ্য প্রার্থীরা কেন চাকরি পাননি তদন্ত করে তা সিবিআইকে জানাতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই মামলার শুনানিতে আদালতে ওএমআর শিট দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআই।

কার জন্য কেন বঞ্চিত যোগ্যরা, জানাতে সিবিআইকে নির্দেশ গঙ্গোপাধ্যায়ের

কিন্তু রিপোর্ট গ্রহণ করেননি বিচারপতি। সুপ্রিমকোর্টে মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত মামলা দায়ের করায় রিপোর্ট সেখানে জমা দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।এদিন বিচারপতি বলেন, ‘যোগ্য প্রার্থীরা কেন চাকরি পাননি তা জনতেই হবে। কাদের জন্য বঞ্চিত হয়েছেন তা সামনে আসা প্রয়োজন।

কার জন্য কেন বঞ্চিত যোগ্যরা, জানাতে সিবিআইকে নির্দেশ গঙ্গোপাধ্যায়ের

এই কাজ না করা হলে যোগ্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর’।তিনি আরও বলেন, ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে। রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সিবিআইয়ের ওপর আমার আস্থা রয়েছে। কেন দেরি হয়েছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি।

কার জন্য কেন বঞ্চিত যোগ্যরা, জানাতে সিবিআইকে নির্দেশ গঙ্গোপাধ্যায়ের

সিবিআইকে নিজের জায়গা ধরে রাখতে হবে। অনেকে বলছেন মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। মুড়ি মুড়কির মতো দুর্নীতি হচ্ছে তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব তারা দেখাবে।’

Most Popular