Saturday, May 11, 2024
spot_img
Homeরাজ্য'পশ্চিমবঙ্গেও মতুয়া নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে': শুভেন্দু

‘পশ্চিমবঙ্গেও মতুয়া নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে’: শুভেন্দু

স্টাফ রিপোর্টার: গুজরাটে ভোটের আগে চমকপ্রদ ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিবেশী তিন দেশের অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, পারসি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই ঘোষণা নিয়ে যথারীতি রাজনৈতিক মহলে তীব্র আলোচনা, সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

'পশ্চিমবঙ্গেও মতুয়া নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে': শুভেন্দু

বিরোধীদের অধিকাংশের দাবি, গুজরাটে সদ্য ঘটে যাওয়া সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতে এটা নির্বাচনী চমক।এবার গুজরাতের মতো পশ্চিমবঙ্গেও দ্রুত লাগু হবে সিএএ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

'পশ্চিমবঙ্গেও মতুয়া নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে': শুভেন্দু

শুভেন্দু বলেন, ‘এটা সিএএ-র অংশ। সিএএ কার্যকর করা শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ। পশ্চিমবঙ্গেও হয়ে যাবে। এতে আর আলোচনার কী আছে? তাঁর কথায়, ‘সিএএ আইন সংসদের উভয় কক্ষে পাশ হয়ে গিয়েছে। রুল তাহলে গঠন করা হয়ে গিয়েছে।

'পশ্চিমবঙ্গেও মতুয়া নমঃশূদ্ররা নাগরিকত্ব পাবে': শুভেন্দু

আমরা অপেক্ষা করছিলাম। এই একই নিয়মে তাহলে পশ্চিমবঙ্গের মতুয়া ও নমঃশূদ্র সমাজের প্রতিনিধিরা নাগরিকত্ব পাবেন। এখন তাদের বলা হয় ১৯৭১ সালের আগের দলিল আনো। আর সে সমস্যা থাকল না। এক যাত্রায় পৃথক ফল হয় না’।

Most Popular