Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যতুষারঝড়ে বাংলার পর্বতারোহীর মৃত্যু

তুষারঝড়ে বাংলার পর্বতারোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: পর্বতারোহণে গিয়ে মৃত্যু হল বাংলার পর্বতারোহীর। এই পর্বতারোহী উত্তর ২৪ পরগনার নিমতার আলিপুরের বাসিন্দা।নিমতার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস ট্রাভেল এজেন্ট হিসাবে কাজ করতেন। বছরচারেক ধরে পর্বতারোহণের প্রবল ঝোঁক তৈরি হয় তাঁর। প্রতি বছরই কোথাও না কোথাও গিয়েছিলেন নির্মল।

তুষারঝড়ে বাংলার পর্বতারোহীর মৃত্যু

এবার তাঁর লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাস। তাই গত ১১ অক্টোবর বাড়ি থেকে বেরোন। গিয়া বিনায়ক পাসে পৌঁছনও। গত ১৯ অক্টোবর গিয়া বিনায়ক পাসে প্রবল তুষারঝড় শুরু হয়। তাতেই প্রাণ হারান নির্মল।নির্মলবাবুর বোন জানান, দু’‌দিন ধরে দাদার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। নেটওয়ার্কের সমস্যা মনে করে অপেক্ষা করছিলেন।

তুষারঝড়ে বাংলার পর্বতারোহীর মৃত্যু

যদিও যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। তবে শুক্রবার ভুল ভাঙে পরিবারের। টেলিফোনে দাদার মৃত্যু সংবাদ মেলে। নির্মলবাবুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। দীপাবলির আগেই বিশ্বাস পরিবারে নেমে এল অন্ধকার। এখন গোটা বিশ্বাস পরিবার দেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

Most Popular