Saturday, April 27, 2024
spot_img
Homeকলকাতাতাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বুধবার নিউটাউনের ইকোপার্কে আয়োজতি হয়েছিল বিজয়া সম্মিলনী৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখানেই তাজপুর বন্দরের নথিপত্র হস্তান্তরিত করা হল আদানি গ্রুপকে। এদিন মুখ্যমন্ত্রী নিজে হতেই তাজপুর বন্দর করার জন্য ইচ্ছাপত্র আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।

তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তাজপুর পোর্ট আদানি গোষ্ঠীকে দেওয়া হবে। তার পর এদিন ইকোপার্কের অনুষ্ঠানে এই ইচ্ছাপত্র তুলে দেওয়া হয়৷ এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।

তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

এই উৎসবে (অর্থাৎ এ বারের দুর্গাপুজোয়) ৫০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। রাজনীতি খুব ভাল। কিন্তু নেতিবাচক রাজনীতি ভাল নয় রাজ্যের জন্য নয়। আমার বিরোধীদেরও বিজয়ার শুভেচ্ছা জানাই। তাঁদের সুস্থতা কামনা করি।’’

তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘‘আজ খুব আনন্দের দিন। ইচ্ছাপত্র দেওয়া হল করন আদানিকে।তাজপুর পোর্ট নিয়ে ওরা আরও কাজ করতে পারবেন। তাজপুর পোর্ট নিয়ে অনেক কিছু হচ্ছে৷’’

Most Popular