Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যউত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: কেটেছে লক্ষ্মীপুজো । তবুও বাংলা থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস নেই। উপরন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করে উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বৃদ্ধি এবং পাহাড়ে ধসের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারা দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

যার জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং এবং কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।পাশাপাশি দক্ষিণবঙ্গে,আজ সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকলেও

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Most Popular