Saturday, April 27, 2024
spot_img
Homeকলকাতাসাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: এবার রেড রোডে কামব্যাক করল দুর্গা পুজোর কার্নিভ্যাল। আর কামব্যাকেই মঞ্চ মাতিয়ে দিল এই কার্নিভ্যাল। শনিবার এ কার্নিভাল শুরু হয় বিকেল ৪ টে থেকে।এদিন কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেরা৷ তবে যথারীতি পুজো কার্নিভ্যাল ছিল তারিকা খচিত।

সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

সেই তালিকায় বাংলা সিনেমার তারকা থেকে শুরু করে সামনের সারিতে বসে থাকলেন টেলিভিশনের জনপ্রিয় তারকারা।এদিন পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারাড শুরু হয়। তারপর ডোনা গাঙ্গুলি-র নাচের অনুষ্ঠান।শনিবার রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ১০০ টি পুজো কমিটি। প্রত্যেকের প্রদর্শনীর জন্য বরাদ্দ তিন মিনিট করে। সেখানে একের পর এক পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হয় এ বারে কার্নিভালে৷

সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

বিশ্ববাংলার পুরস্কার প্রাপ্ত সেরার সেরা প্রতিমাগুলি এসেছে এবারের কার্নিভালে৷সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজোয় এবারের থিম ছিল জঙ্গলকন্যা। জঙ্গলমহলের অন্যতম রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা নিজে এই পুজোর সঙ্গে জড়িত। এই পুজোর ট্যাবলো প্রদর্শনীর সময় মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে সাঁওতালি নৃত্য পরিবেশন করেন সেখানকার মেয়েরা। তা দেখে মুখ্যমন্ত্রীও নেমে আসেন মঞ্চ থেকে।

সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি সাঁওতালি গানে আদিবাসী মহিলাদের নাচের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিধায়ক অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদের দেখা গেলেও দেখা মিলল না নুসরত জাহান ও মিমি চক্রবর্তীদের মতো সাংসদদের। কার্নিভাল দেখতে রেড রোডে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেকারণে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলও।

সাঁওতালি সুরের ছন্দে পা মিলিয়ে কার্নিভালে মাতলেন মুখ্যমন্ত্রী

নিরঞ্জনের গাড়ি বাদে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল রেড রোড চত্বরে। খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, কইনসওয়ে, এসপ্ল্যানেড র‌্যাম্প, প্ল্যাসে গেট রোড ও মেয়ো রোডও কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

Most Popular