Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যনতুন ঘূর্ণাবর্ত, সপ্তমী- অষ্টমীতে উপকূলবর্তী ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নতুন ঘূর্ণাবর্ত, সপ্তমী- অষ্টমীতে উপকূলবর্তী ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: পুজোতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায়।

নতুন ঘূর্ণাবর্ত, সপ্তমী- অষ্টমীতে উপকূলবর্তী ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে। এই ঘূর্ণাবর্ত সরে গিয়ে মিশে যাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে আন্দামান সাগর থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত।তার প্রভাবেই সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে।

নতুন ঘূর্ণাবর্ত, সপ্তমী- অষ্টমীতে উপকূলবর্তী ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এই জেলাগুলির সংলগ্ন কলকাতা হাওড়া এবং ঝাড়গ্রামে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি ও হতে পারে।বৃষ্টিতে অষ্টমীর আনন্দও মাটি হতে পারে। এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

নতুন ঘূর্ণাবর্ত, সপ্তমী- অষ্টমীতে উপকূলবর্তী ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।পাশাপাশি, উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে রবিবার থেকে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

Most Popular