Saturday, April 27, 2024
spot_img
Homeকলকাতাপণ্যবাহী গাড়ি চলাচলের জন্য কলকাতায় গঙ্গার নীচে হবে সুড়ঙ্গ! শুরু সমীক্ষার কাজ

পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য কলকাতায় গঙ্গার নীচে হবে সুড়ঙ্গ! শুরু সমীক্ষার কাজ

স্টাফ রিপোর্টার: কলকাতা বন্দরের উদ্যোগে তৈরি হতে চলেছে গঙ্গার নীচে পণ্যবাহী গাড়ি চলাচলের টানেল।খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত তৈরি হতে চলেছে এই টানেল। প্রায় ৮০০ মিটার লম্বা হবে এই সুড়ঙ্গ।কলকাতা ও হাওড়ার যানজট কাটাতে এই উদ্যোগ।হাওড়ার জাতীয় সড়ককে সংযুক্ত করার জন্য তৈরি হবে ফ্লাইওভার।

পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য কলকাতায় গঙ্গার নীচে হবে সুড়ঙ্গ! শুরু সমীক্ষার কাজ

শীঘ্রই শুরু হতে চলেছে এই কাজ।জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার।বণিকসভা ‘মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর এক্সিম ফেসিলিটেশন সেলের উদ্বোধন করেন বিনীত কুমার। সেখানে তিনি বলেন, ‘‘বন্দর এলাকায় একাধিক জায়গা থেকে কন্টেনার আসে৷

পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য কলকাতায় গঙ্গার নীচে হবে সুড়ঙ্গ! শুরু সমীক্ষার কাজ

রাস্তা দিয়ে কন্টেনার যাতায়াত করার জন্য ব্যাপক যানজট তৈরি হয়। যানজট ঠেকাতে একাধিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তবে কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে। তবে টানেল কোথায় হবে ও কোন দু’টি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও ডিপিআর-এ উঠে আসবে।

পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য কলকাতায় গঙ্গার নীচে হবে সুড়ঙ্গ! শুরু সমীক্ষার কাজ

আগামী ছ’ থেকে সাত মাসের মধ্যে সমীক্ষার রিপোর্ট জমা পড়ে যাবে। তারপরই চূড়ান্ত প্রস্তাব জাহাজ মন্ত্রকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।’’

Most Popular