Thursday, May 2, 2024
spot_img
Homeরাজনীতিবিধানসভায় তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ বেআইনি, দাবি শুভেন্দুর

বিধানসভায় তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ বেআইনি, দাবি শুভেন্দুর

স্টাফ রিপোর্টার: রাজ্যে দুর্নীতির মামলায় তদন্তে ইডি ও সিবিআইয়ের তৎপরতা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করেছে তৃণমূল। ধ্বনিভোটে সেই প্রস্তাব পাসও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতাকে অলআউট আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।আর অধিবেশন শেষে সাংবাদিক সম্মেলনে পাল্টা মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভায় তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ বেআইনি, দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে যে ১৫টি সিবিআই তদন্ত চলছে, তার সঙ্গে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। সবটাই আদালতের নির্দেশ হচ্ছে। সুপ্রিম কোর্টে যাননি কেন? যাওয়ার সুযোগ ছিল। এরা জানে, ডাল মে কুছ কালা হ্যায়, তা যেতে পারেনি’। তাঁর আরও বক্তব্য, ভারতে সুপ্রিম কোর্ট যখন কোনও রায় দেয়, তখন তা রুলে পরিণত হয়। আজকে ১৬৯ ধারায় যে প্রস্তাব নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।

বিধানসভায় তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ বেআইনি, দাবি শুভেন্দুর

আমি স্পিকারকে বলেছি, এই প্রস্তাব সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। সুপ্রিম কোর্ট কোনও রায় দিলে, একমাত্র সংসদই পারে সেই রায় খণ্ডন করতে বা সংশোধন করতে। অন্য কারও সে অধিকার নেই।এই সরকার চোরদের বীরের সম্মান দেয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এজেন্সি। সেই লড়াই জারি থাকবে।

বিধানসভায় তৃণমূলের প্রস্তাব সম্পূর্ণ বেআইনি, দাবি শুভেন্দুর

এই প্রস্তাব কোন প্রভাব ফেলবে না’তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাষাজ্ঞান ঠিক থাকে না। আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। বিরোধী দলনেতা তুই তোকারি করেছেন। যা এর আগে কখনও বিধানসভা ঘটেনি। পূর্বসূরীদের থেকে শিক্ষা নেননি মুখ্যমন্ত্রী’।

Most Popular