Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যএবার কচুরিপানা থেকে হবে শিল্প, ঘোষণা ফিরহাদের

এবার কচুরিপানা থেকে হবে শিল্প, ঘোষণা ফিরহাদের

স্টাফ রিপোর্টার : এবার কচুরিপানা থেকে হবে শিল্প। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের মাধ্যমে কচুরিপানা থেকে তন্তু বের করে শিল্প-সামগ্রী তৈরি করার ভাবনা রাজ্যের। কলকাতার বেশ কিছু পুকুরে কচুরিপানার উপদ্রব। শনিবার অনেকেই ফোন করে মেয়রের কাছে এর প্রতিকার চান।

এবার কচুরিপানা থেকে হবে শিল্প, ঘোষণা ফিরহাদের

সেই প্রশ্নের উত্তরেই মেয়র ফিরহাদ হাকিম জানান, একদিকে পরিবেশকে রক্ষা অন্যদিকে কচুরিপানা থেকে শিল্প গড়ার উদ্যোগ নিচ্ছে পৌরসভা ও রাজ্য সরকার। তিনি বলেন, শহরে জলাশয় রক্ষায় পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। সমস্ত জলাশয় যাতে ভরাট না হয়, বা কচুরিপানার জন্য যাতে ডেঙ্গু,

এবার কচুরিপানা থেকে হবে শিল্প, ঘোষণা ফিরহাদের

ম্যালারিয়ার মতো মশাবাহিত রোগ না ছড়িয়ে পড়ে, তার জন্য রাজ্য সরকারের মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প দফতরকে জলাশয় থেকে কচুরিপানা তুলে উত্তর ২৪ পরগনায় একটি কারখানা দিয়ে দেওয়া হবে। আর এই কচুরিপানা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার কাজে ব্যবহার করা হবে বলে জানান মেয়র ।

এবার কচুরিপানা থেকে হবে শিল্প, ঘোষণা ফিরহাদের

তিনি আরও বলেন, রাজ্যের মৎস দফতরের কাছেও এই জলাশয়গুলোতে মাছ চাষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যাতে স্থানীয় ক্লাব বা যুবকরা এই সব জলাশয় মাছ চাষ করতে পারে তার জন্য এগিয়ে আসবে কলকাতা পুরসভা৷

Most Popular