Saturday, September 30, 2023
t>

Latest Posts

মোদীর সফরের আগেই হামলার সতর্কতা, জঙ্গি নাশকতা রুখতে হাই অ্যালার্ট পঞ্জাবে

সংবাদ সংস্থা : ফের জঙ্গি হামলার সতর্কবার্তা। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হল পঞ্জাবের ইন্টার স্টেট বাস টার্মিনালগুলিকে । নিরাপত্তা জোরদার করা হয়েছে চণ্ডীগড় এবং মোহালিতে। মঙ্গলবার সাব-ইন্সপেক্টরের গাড়িতে বিস্ফোরক লাগানোর ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।

মোদীর সফরের আগেই হামলার সতর্কতা, জঙ্গি নাশকতা রুখতে হাই অ্যালার্ট পঞ্জাবে

ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার হাই অ্যালার্টে পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে কানাডা এবং পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলি পঞ্জাবের বড় বাস টার্মিনালগুলিতে হামলার পরিকল্পনা করেছে। নাশকতা চালানো হতে পারে চণ্ডীগড় এবং মোহালিতেও।

মোদীর সফরের আগেই হামলার সতর্কতা, জঙ্গি নাশকতা রুখতে হাই অ্যালার্ট পঞ্জাবে

বুধবারই মোহালি সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর আগেই এই হামলার সতর্কবার্তা।পঞ্জাবের বড় বাস টার্মিনালগুলিতে নজরদারির পাশাপাশি শুরু হয়েছে পুলিশি টহল।

মোদীর সফরের আগেই হামলার সতর্কতা, জঙ্গি নাশকতা রুখতে হাই অ্যালার্ট পঞ্জাবে

বিশেষ তল্লাশি চালাচ্ছে পাঞ্জাব পুলিশের অপারেশন সেল। সন্দেহজনক গাড়িতিও নজরদারি চালানো হচ্ছে। বাড়তি সতর্কতা নেওয়া হয়ছে চণ্ডীগড়ের সেক্টর ৪৩ এবং সেক্টর ১৭-র বাস টার্মিনাসে।

Latest Posts

error: Content is protected !!