Saturday, April 27, 2024
spot_img
HomeUncategorizedকোহলীর ছোটখাটো ইনিংসগুলিকেও গুরুত্ব দেওয়া হোক : চহাল

কোহলীর ছোটখাটো ইনিংসগুলিকেও গুরুত্ব দেওয়া হোক : চহাল

সংবাদ সংস্থা : প্রায় তিন বছর হয়ে গেল বিরাট কোহলীর ব্যাটে কোনও শতরান নেই।শতরান না পেলেও কোহলীর ব্যাট থেকে গুরুত্বপূর্ণ ইনিংস দেখা গিয়েছে। এই প্রসঙ্গে জাতীয় দলে তাঁর সতীর্থ যুজবেন্দ্র চহাল মুখ খুললেন।তিনি জানালেন, কোহলীর থেকে সব সময় শতরানের প্রত্যাশা না করে ছোটখাটো ইনিংসগুলিকেও গুরুত্ব দেওয়া হোক।

কোহলীর ছোটখাটো ইনিংসগুলিকেও গুরুত্ব দেওয়া হোক : চহাল

চহালের মতে, খারাপ ছন্দে থাকা সত্ত্বেও কোহলীর মাঝের এই পর্বে বেশ কিছু মনে রাখার মতো ইনিংস খেলেছেন। চহালের কথায়, “কোহলীর মতো টি-টোয়েন্টিতে ৫০-এর উপর গড় আর কার আছে? দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়েছে।

কোহলীর ছোটখাটো ইনিংসগুলিকেও গুরুত্ব দেওয়া হোক : চহাল

সব ফরম্যাট মিলিয়ে ৭০-এর উপর শতরান রয়েছে। আসলে আমরা ওর শতরানের বাইরে কিছু ভাবতেই পারি না। ৬০-৭০ রানের যে মূল্যবান ইনিংসগুলো ও খেলেছে, সেগুলো মোটেই ভুলে যাওয়ার মতো নয়।”

Most Popular