Thursday, May 2, 2024
spot_img
Homeজেলাপাথরপ্রতিমায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

পাথরপ্রতিমায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার নিখোঁজ মৎস্যজীবী সুনীল সরেনের মৃতদেহ উদ্ধার করল গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুলাই সুনীল সরেনসহ পাঁচজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন ঠাকুরান নদীতে। পরে সুনীল সোরেন নদীতে পড়ে যান।

পাথরপ্রতিমায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নদীতে তল্লাশি চালিয়েও ঐদিন কোনও খোঁজ মেলেনি নিখোঁজ মৎস্যজীবীর। গত ২১ জুলাই, বৃহস্পতিবার ঠাকুরান নদী সংলগ্ন ঢুলি ভাসান জঙ্গলে সুনীল সরেনের মৃতদেহ দেখতে পান একজন মৎস্যজীবী।

পাথরপ্রতিমায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

ওই আদিবাসী মৎস্যজীবী সুনীলের মৃতদেহ দড়ি দিয়ে জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন। শুক্রবার গ্রামে এসে তিনি খবরটি দেন। পরে গ্রামবাসীদের পক্ষ থেকে গোবর্ধনপুর কোস্টাল থানায় খবরটি দেওয়া হয়।

পাথরপ্রতিমায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

পুলিশ এদিন ঢুলি ভাসান জঙ্গল থেকে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্ত করার পর মৃতদেহটি সৎকারের জন্য সরেনের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Most Popular