Thursday, May 2, 2024
spot_img
Homeকলকাতাকরোনার থাবা, ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, খুলছে সেফ হোম!

করোনার থাবা, ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, খুলছে সেফ হোম!

স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্তের নিরিখে কলকাতা মহানগরী ক্রমেই সকলকে ছাপিয়ে গিয়েছে। আর তারই নিরিখে এবার যে সমস্ত এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করার ব্যাপারে চিন্তাভাবনা নবান্নের। সেক্ষেত্রে নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই কলকাতার একাধিক এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে।

করোনার থাবা, ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, খুলছে সেফ হোম!

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আপাতত সপ্তাহ দুয়েকের জন্য এই মাইক্রো কনটেনমেন্ট জোন শহরের কিছু এলাকায় চালু হতে পারে। এদিকে এবার তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে ৫১ শতাংশ আবাসন ও প্রায় ৪৭ শতাংশ নিজেদের বাড়িতে থাকেন।

করোনার থাবা, ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, খুলছে সেফ হোম!

সেই বাড়ি ও আবাসন কেন্দ্রিক এলাকাগুলিতে কীভাবে মাইক্রো কনটেনমেন্ট জোন করা যায় সেব্যাপারে চিন্তাভাবনা করছে নবান্ন।পাশাপাশি করোনা আক্রান্তদের আলাদাভাবে থাকার জন্য সেফ হোম চালুর ব্যাপারেও কথাবার্তা চলছে। করোনা বিধি মানার ব্যাপারেও বার বার বলা হচ্ছে।

করোনার থাবা, ফিরছে মাইক্রো কনটেনমেন্ট জোন, খুলছে সেফ হোম!

এছাড়াও বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে আরও গতি আনার ব্যাপারেও বলা হয়েছে।

Most Popular