Saturday, April 27, 2024
spot_img
Homeদেশপ্রাক্তন মন্ত্রীর ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যোগীর পুলিশ

প্রাক্তন মন্ত্রীর ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যোগীর পুলিশ

সংবাদ সংস্থা : বেআইনি মাংসের কারবারে প্রাক্তন মন্ত্রী হাজি ইয়াকুব কুরেশির ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যোগীর পুলিশ। জানা গিয়েছে, ঘটনার তদন্তে মন্ত্রীকে তলব করা হয়েছিল, তাতে সাড়া না দেওয়ার পরেই মন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে মন্ত্রী ও তাঁর দুই ছেলে পলাতক।

প্রাক্তন মন্ত্রীর ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যোগীর পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩১ মার্চ বেআইনি মাংসের কারবার চালানোর অভিযোগে ১৭ জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাদের অন্যতম বিএসপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাজি ইয়াকুব কুরেশি। একই অপরাধে অভিযুক্ত হন কুরেশির স্ত্রী সনজিদা বেগম, দুই ছেলে ইমরান ও ফিরোজ।

প্রাক্তন মন্ত্রীর ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল যোগীর পুলিশ

পুলিশের অভিযোগ ছিল, কুরেশি পরিবারের মাংসের কারখানা থেকে ৫ কোটি টাকার বেআইনি মাংস পাওয়া গিয়েছে। এমনকী ওই ব্যবসার লাইসেন্স ছিল না বলেও অভিযোগ। এছাড়াও মন্ত্রীর কারখানা থেকে দূষণ ছড়ানোর অভিযোগ তুলেছিলেন প্রতিবেশীরা।

Most Popular