Thursday, May 9, 2024
spot_img
Homeজেলামৎস্যজীবীদের জন্য কটেজের উদ্বোধন হেনরি আইল্যান্ডে

মৎস্যজীবীদের জন্য কটেজের উদ্বোধন হেনরি আইল্যান্ডে

অমিত মণ্ডল, ফ্রেজারগঞ্জ: মৎস্যজীবীদের কথা মাথায় রেখে সর্বসুবিধাযুক্ত শেডের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। রবিবার নামখানার সাতমাইলে একুশে জুলাইয়ের প্রস্তুতির জনসভায় যোগ দেওয়ার আগে ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে মৎস্যজীবীদের থাকার জন্য দশটি কটেজের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।

মৎস্যজীবীদের জন্য কটেজের উদ্বোধন হেনরি আইল্যান্ডে

উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত মালি সহ স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিকরা। ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে দু’টি সেক্টর রয়েছে। এর মধ্যে এ সেক্টরে ১০টি কটেজের উদ্বোধন হয়।

মৎস্যজীবীদের জন্য কটেজের উদ্বোধন হেনরি আইল্যান্ডে

হেনরি আইল্যান্ডের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বকখালিতে আসা পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনই ফ্রেজারগঞ্জের হেনরি আইল্যান্ডে বিভিন্ন ধরনের মাছ চাষও মন কাড়ে পর্যটকদের।

মৎস্যজীবীদের জন্য কটেজের উদ্বোধন হেনরি আইল্যান্ডে

যাঁরা এখানে কাজ করেন, জেলার সেইসব মৎস্যজীবীদের থাকার জন্য নির্দিষ্ট কোনও ঘর ছিল না। রবিবার সেই সমস্ত মৎস্যজীদের কথা মাথায় রেখে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই কটেজগুলি তৈরি করা হয়েছে।

Most Popular