Friday, April 26, 2024
spot_img
Homeজেলাডাঃ বিধান রায়ের জন্মদিনে রক্তদান শিবির বারুইপুরে

ডাঃ বিধান রায়ের জন্মদিনে রক্তদান শিবির বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের ১৪১ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বারুইপুর মহিলা থানা ও স্নেহ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বারুইপুর মহকুমা হাসপাতালে আড়াইশো জন মহিলা রোগীকে দুধ সরবরাহ করে। সেই সঙ্গে প্রায় ১০ জন ডাক্তারকে গাছ, মিষ্টি ও বিভিন্ন জিনিস দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

ডাঃ বিধান রায়ের জন্মদিনে রক্তদান শিবির বারুইপুরে

বারুইপুর উকিলপাড়া ভাই ভাই সংঘের উদ্যোগে ডক্টরস ডে উপলক্ষে ওই পাড়ার প্রায় ১২ জন ডাক্তারকে ফুল, মিষ্টি, পেন প্রভৃতি জিনিস দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ফুলতলায় বিধানস্মৃতি সংঘের উদ্যোগে ডাঃ বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ডাঃ বিধান রায়ের জন্মদিনে রক্তদান শিবির বারুইপুরে

ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে বারুইপুর ফুলতলা বিধানস্মৃতি সংঘ একটি রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতা করে বারুইপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক।

ডাঃ বিধান রায়ের জন্মদিনে রক্তদান শিবির বারুইপুরে

এই শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বারুইপুরের পুরপিতা শক্তি রায়চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহিলা ও পুরুষ মিলিয়ে ৭০ জন রক্ত দান করেন। এই রক্তদান শিবিরটি তৃতীয় বছরে পদার্পণ করল।

Most Popular