Sunday, May 5, 2024
spot_img
Homeজেলাস্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

রবীন্দ্রনাথ মন্ডল, নামখানা : বুধবার সকালে স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রত্যেকেই বুকে প্লাকার ঝুলিয়ে নদী বাঁধের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি প্লাকারে লেখা ছিল, নদীর ভাঙন রোধে বোল্ডার ফেলতে হবে, পাকু খাঁচার ব্যবস্থা করতে হবে। আবার অন্য প্লাকার গুলিতে লেখা ছিল,

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

যাদের জমি নদী গর্ভে যাচ্ছে তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, পাকাপোক্ত নদী বাঁধ তৈরি করতে হবে।স্থানীয় সূত্র জানা গিয়েছে, গত সোমবার থেকে নামখানার মৌসুনি দ্বীপের পয়লা ঘেরি এলাকার চিনাই নদীর বাঁধে ধস নামে। প্রথমের দিকে প্রায় ১০০ মিটার নদী বাঁধ ধসে গিয়ে নদীগর্ভে চলে যায়।

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

পরের দিন আরও ৫০ মিটার নদী বাঁধে ধস নামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী বাঁধের ধসের পরিমাপ ক্রমশ বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত প্রায় ২০০ মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে। এছাড়াও নদী বাঁধের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে ৭০ বছরের স্থানীয় এক বাসিন্দা বুধু চাপিয়ার বলেন,

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

“নদী বাঁধের কাছাকাছি বাড়ি তৈরি করে বসবাস করছি। অতীতে বাড়ি নদী বাঁধ থেকে অনেকটাই দূরে ছিল। কিন্তু নদীর ভাঙনের জেরে দুবার বাড়ি ভেঙে সরাতে হয়েছে। এটা তিন নম্বর বাড়ি। এখন দেখছি আবারও নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অতীতে পাঁচ বিঘা জমিও নদী গর্ভে চলে গিয়েছে। এভাবে নদীর ভাঙন হতে থাকলে আগামী দিনে সবাইকে উদ্বাস্তু হয়ে যেতে হবে।”

স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবিতে নামখানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা

নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, “সেচ দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে বিষয়টি দেখে এসেছেন। এছাড়াও বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সেচ দপ্তর ওই নদী বাঁধ সুরক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী দিনে এই সমস্যা থাকবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Most Popular