Saturday, April 27, 2024
spot_img
Homeজেলাপাথরপ্রতিমায় পিচ রাস্তার কাজের সূচনা

পাথরপ্রতিমায় পিচ রাস্তার কাজের সূচনা

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: মঙ্গলবার পাথরপ্রতিমার বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতে একটি পিচ রাস্তার কাজের সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সমীরকুমার জানা। ওই গ্রাম পঞ্চায়েতের নেতাজি মোড় থেকে রাস মোড় পর্যন্ত ৩.৩ কিমি রাস্তার কাজ করা হবে।

পাথরপ্রতিমায় পিচ রাস্তার কাজের সূচনা

এই কাজ শেষ হলে বিরাট বাজার পাখিরালা নদী এবং কালী বাঙ্গাল এ পল্টন জেটির মাধ্যমে বাস, গাড়ি জি প্লটের কৃষ্ণদাসপুর হয়ে গোবর্ধনপুর পর্যটন কেন্দ্রে সহজে পৌঁছনো যাবে বলে বিধায়ক জানান। এর ফলে পাথরপ্রতিমার ছ’টি গ্রাম পঞ্চায়েতের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলে তিনি জানান।

পাথরপ্রতিমায় পিচ রাস্তার কাজের সূচনা

এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কুলদীপ দেববর্মন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রবিউল খাঁ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Most Popular