Saturday, April 27, 2024
spot_img
Homeদেশযোগী সরকারকে 'বুলডোজার' নোটিশ সুপ্রিম কোর্টের

যোগী সরকারকে ‘বুলডোজার’ নোটিশ সুপ্রিম কোর্টের

সংবাদ সংস্থা : সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতি ৷ সম্প্রতি বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিয়ে অশান্তি ছড়ায় উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ৷ এই ঘটনায় অভিযুক্তদের ‘শায়েস্তা’ করতে বুলডোজার নিয়ে ময়দানে নামে যোগী পুলিশ-প্রশাসন ৷

যোগী সরকারকে 'বুলডোজার' নোটিশ সুপ্রিম কোর্টের

অভিযোগ, জাহাঙ্গিরপুরীতে নিয়ম না মেনেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বাড়ি ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছেন, আইন মেনে এই পদক্ষেপ করা হয়নি ৷ শীর্ষ আদালতের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এদিন বলেছে, “আইনের আওতার মধ্যে থেকে এই ধরনের পদক্ষেপ করা উচিত ৷

যোগী সরকারকে 'বুলডোজার' নোটিশ সুপ্রিম কোর্টের

নিরপেক্ষ হওয়া উচিত ৷ দেশে যে আইনের শাসন চলছে নাগরিকদের কাছে এই বার্তা যাওয়া প্রয়োজন ৷ প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না ৷” বুলডোজার দিয়ে বাড়ি ও সম্পত্তি নষ্ট করার বিষয়ে তিন দিনের মধ্যে যোগী সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট ৷

Most Popular