Saturday, April 27, 2024
spot_img
Homeরাজ্যপড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

পড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : কোনওটা পাঁচ বছর, কোনওটা সাত, কোনওটা আবার আট, বিভিন্ন দফতর ফেরত সরকারি কাজ শুরু হয়েও পড়ে আছে দীর্ঘদিন। একে বারে তার তালিকা তৈরি করে নিয়ে এসে প্রশাসনিক বৈঠকে সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে ধমক দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভায় বসেছিলেন মুখ্যমন্ত্রী।

পড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

সেখানেই বিভিন্ন প্রকল্পের কাজ বাকি থাকার অভিযোগ পেয়েছিলেন তিনি। সেই খতিয়ান তুলে ধরেন মমতা নিজেই। কোথাও স্টেডিয়ামের কাজ বাকি পড়ে রয়েছে। তো কোথাও জমির সমস্যা রয়েছে। একথা বলতে গিয়েই সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”৪-৫ বছর ধরে অনেক কাজ পড়ে রয়েছে।

পড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

দ্রুত সেই কাজ শেষ করতে হবে।”টেন্ডারে গাফিলতির অভিযোগও মুখ্যমন্ত্রীর সামনে আসে। এর পরই মমতা জানতে চান, “টেন্ডার কীভাবে হচ্ছে? সরকারি কাজের টেন্ডার পরে রয়েছে কেন? টেন্ডারে স্বজনপোষণ চলছে।” ধমক দেন কর্মাধ্যক্ষকেও। এনিয়ে বাঁকুড়ার সভাধিপতির কাছে ৭ দিনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন তিনি।

পড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

এদিকে যে সমস্ত এজেন্সি দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছে, ৪-৫ বছর পর বলছে জিনিসের দাম বাড়ায় অতিরিক্ত টাকা প্রয়োজন, তাদের ব্ল্যাকলিস্ট করার দাওয়াই দিয়েছেন মমতা।পাশাপাশি, পঞ্চায়েত সমিতির সদস্যদের মমতা বলেন, এখনও যা কাজ করার করে নিন, তাড়াতাড়ি টেন্ডার ছেড়ে কাজটা শেষ করুন।

পড়ে রয়েছে প্রকল্পের কাজ, কর্মীদের কানমলার দাওয়াই মুখ্যমন্ত্রীর

এর পর বর্ষাকালে কাজ করতে পারবেন না, তার পর পঞ্চায়েত নির্বাচন চলে আসবে, তখন হাত কামড়ালেও কাজ শেষ করা সম্ভব হবে না, তাই যত দ্রুত সম্ভব এখন কাজ শেষ করুন, পঞ্চাতের সমিতির সভাপতিদের বলেন মমতা।

Most Popular