Thursday, May 2, 2024
spot_img
HomeUncategorizedসিপিএমের প্রাক্তন উপপ্রধান সহ ৪০টি পরিবারের তৃণমূলে যোগদান পাথরপ্রতিমায়

সিপিএমের প্রাক্তন উপপ্রধান সহ ৪০টি পরিবারের তৃণমূলে যোগদান পাথরপ্রতিমায়

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: সোমবার পাথরপ্রতিমা ব্লকের বনশ্যামনগর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ২৩৭ নম্বর বুথের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সিপিএমের প্রাক্তন উপপ্রধান পরিমল নাইয়া সহ প্রায় ৪০টি পরিবার বিধায়ক সমীরকুমার জানার হাত ধরে তৃণমূলে যোগদান করে।

সিপিএমের প্রাক্তন উপপ্রধান সহ ৪০টি পরিবারের তৃণমূলে যোগদান পাথরপ্রতিমায়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশুশেখর রাউত, ব্লক স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য রবীন্দ্রনাথ বেরা, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত, কার্য, পরিবহণ কর্মাধ্যক্ষ রজনীকান্ত বেরা, জেলা পরিষদের সদস্যা তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনুশ্রী মণ্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান কুলদীপ দেববর্মন, উপপ্রধান মিহিররঞ্জন হালদার-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিপিএমের প্রাক্তন উপপ্রধান সহ ৪০টি পরিবারের তৃণমূলে যোগদান পাথরপ্রতিমায়

এ বিষয়ে বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং সিপিএম নেতা সুকুমার গুড়িয়া বলেন, পরিমল নাইয়া ব্যক্তিস্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এতে সিপিআইএমের কোনও ক্ষতি হবে না।

Most Popular