Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্য‘বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা’, সরকারেরর প্রশংসায় রাজ্যপাল

‘বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা’, সরকারেরর প্রশংসায় রাজ্যপাল

স্টাফ রিপোর্টার : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বুধবার বাণিজ্য সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল শিল্পপতিদের উদ্দেশে বলেন, “আজ রাজ্য যা ভাবে, কাল গোটা দেশ তাই ভাবে। বাংলা জ্ঞানের পীঠস্থান। দেশকে পথ দেখায়।” তিনি আরও বলেন, “বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। মানবসম্পদের দিক থেকেও অনেক এগিয়ে বাংলা। অর্থনীতির দিক থেকেও শ্রেষ্ঠ রাজ্য। শিল্পেও বড় সাফল্য পাবে বাংলা।

‘বিনিয়োগের শ্রেষ্ঠ স্থান বাংলা’, সরকারেরর প্রশংসায় রাজ্যপাল

বিনিয়োগের শ্রেষ্ঠস্থান এই রাজ্য।”এদিন শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্র-রাজ্যের সহযোগিতার পক্ষেও সওয়াল করলেন ধনকড়। তাঁর কথায়, “কেন্দ্র-রাজ্যের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে বাংলা। প্রধানমন্ত্রীও বাংলার প্রশংসা করেছেন। লুক ইস্ট নীতি নিয়েছে কেন্দ্র।” রাজ্যপালের মতে, মোদির এই নীতির সুফল পাবে বাংলা।

Most Popular