Friday, April 26, 2024
spot_img
Homeরাজ্যরাজ্য পুলিশে ভরসা নেই, উপনির্বাচনে ১৩৩ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন

রাজ্য পুলিশে ভরসা নেই, উপনির্বাচনে ১৩৩ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন

স্টাফ রিপোর্টার : রাজ্যে একের পর এক হিংসার ঘটনা। জন প্রতিনিধিরা খুন হচ্ছেন। বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে আবার রাজ্যে ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে করতে চায় জাতীয় নির্বাচন কমিশন।

রাজ্য পুলিশে ভরসা নেই, উপনির্বাচনে ১৩৩ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন

এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন। তাই রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে উপনির্বাচন। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় দুই কেন্দ্রের উপনির্বাচন হবে ১২ এপ্রিল। বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে নির্বাচন সূত্র মারফত জানা গিয়েছে।

Most Popular