Friday, April 26, 2024
spot_img
HomeUncategorizedবিশ্বের সেরা অলরাউন্ডার জাডেজা, প্রথম তিনে অশ্বিন, উঠলেন কোহলী, পন্থও

বিশ্বের সেরা অলরাউন্ডার জাডেজা, প্রথম তিনে অশ্বিন, উঠলেন কোহলী, পন্থও

সংবাদ সংস্থা : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটে দুরন্ত ১৭৫ রান ও তার পর বল হাতে ৯ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আইসিসি তালিকায় সেরা অলরাউন্ডার হলেন তিনি। জাডেজার পয়েন্ট ৪০৬। তালিকায় দু’ধাপ উঠেছেন তিনি। প্রথম তিনে রয়েছেন জাডেজার জুটি রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলীর। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে তিনি।

বিশ্বের সেরা অলরাউন্ডার জাডেজা, প্রথম তিনে অশ্বিন, উঠলেন কোহলী, পন্থও

এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। কোহলীর নীচেই রয়েছেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। কোহলীর ঠিক আগেই রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।টেস্টের বোলারদের তালিকাতেও রয়েছেন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে কামিন্স। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। দশম স্থানে রয়েছেন পেসার জশপ্রীত বুমরা।

Most Popular