Friday, April 26, 2024
spot_img
Homeজেলা১১ বছর পর বাড়ি ফিরলেন ৬২ বছরের নিখোঁজ বৃদ্ধ

১১ বছর পর বাড়ি ফিরলেন ৬২ বছরের নিখোঁজ বৃদ্ধ

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : হ্যাম রেডিও এবং কাকদ্বীপ বামানগর ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এগারো বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ।
৬২ বছরের ওই বৃদ্ধর নাম জব্বার বেগ (৬২)। উত্তরপ্রদেশের সোলাপুর জেলার রুদ্রপুর থানা এলাকার বাসিন্দা। এগারো বছরের কাছাকাছি নিখোঁজ থাকার পর অবশেষে কাকদ্বীপ রেল স্টেশনে দেখতে পাওয়া যায় ২ ফেব্রুয়ারি অর্থাৎ গত বুধবার। কাকদ্বীপ বামানগর ওয়েলফেয়ার সোসাইটির কর্মীরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

১১ বছর পর বাড়ি ফিরলেন ৬২ বছরের নিখোঁজ বৃদ্ধ

এরপরই সোসাইটির কর্মীরা হ্যাম রেডিও-র সাথে যোগাযোগ করেন। হ্যাম রেডিওর উদ্যোগে নিখোঁজ বৃদ্ধের পরিচয় জানা যায়। রবিবার কাকদ্বীপ থানায় এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নিখোঁজ জব্বার বেগকে, তাঁর পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাকদ্বীপ বামানগর ওয়েলফেয়ার সোসাইটির এক কর্মী ওই বৃদ্ধকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

১১ বছর পর বাড়ি ফিরলেন ৬২ বছরের নিখোঁজ বৃদ্ধ

পরে তাঁরা চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠান। বৃদ্ধের ছবি তুলে হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করলে অবশেষে বৃদ্ধর বাড়ির খোঁজ মেলে। এবিষয়ে জব্বার বেগের ছেলে মন্নু বেগ জানান, “বাবা আগে উত্তরপ্রদেশের গোরকপুরে রাজমিস্ত্রির কাজ করতো। সেখানে দূর্ঘটনাবশত মাথায় আঘাত লাগে পরে চিকিৎসার পর বেশ কয়েক মাস ভালো ছিল। এদিক-ওদিক চলে যেত মাথার সমস্যায় হওয়ায়। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নি। স্হানীয় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়ে ছিল। বাবাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।”

Most Popular