Saturday, May 11, 2024
spot_img
Homeদেশলতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের জাতীয় শোক ঘোষণা, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের জাতীয় শোক ঘোষণা, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

সংবাদ সংস্থা : ভারতীয় সংগীত জগতে নক্ষত্রপতন। সরস্বতী পুজোর পরদিনই চলে গেলেন লতা মঙ্গেশকর । তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। সুরের সরস্বতীর মৃত্যুতে দেশজু়ড়ে আজ ও কাল পালিত হবে জাতীয় শোক, এমনটাই ঘোষণা করেছে কেন্দ্র। ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জিসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, “স্বর্গীয় সুর। অতুলনীয় মানুষ। একজন ভারতরত্ন। লতাজির কৃতিত্ব অতুলনীয়।” তিনি আরও লেখেন, “লতাজির মৃত্যু হৃদয় বিদারক। তাঁর গানে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ফুটে উঠত।” টুইটারে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “আমি ব্যথিত। এ যন্ত্রণা ভাষায় ব্যক্ত করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হল, তা পূরণ করা যাবে না।” এদিকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, “কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Most Popular