Sunday, May 5, 2024
spot_img
Homeরাজ্য১৫ হাজার ফুট উঁচুতেও নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

১৫ হাজার ফুট উঁচুতেও নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

স্টাফ রিপোর্টার: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা এবার পৌঁছে গেল হিমালয়ের কোলে। হিমাচল প্রদেশের বুরান ঘাটিতে। সমুদ্রতট থেকে ১৫ হাজার ফুট উঁচুতে।তুষারাবৃত হিমালয়ের কোলে ১৫ হাজার ফুট উঁচুতে হাতে প্ল্যাকার্ড তুলে নিয়েছেন তিনি।

১৫ হাজার ফুট উঁচুতেও নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

তাতে লেখা, ‘আপার প্রাইমারি নিয়োগ চাই। মামলাকে ঢাল করে কমিশনের ৯ বছরের ছলচাতুরি বন্ধ হোক।’ বুরান ঘাটি থেকে এক ভিডিয়ো বার্তাও ওই আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলছেন, ‘আপার প্রাইমারির দীর্ঘ ৯ বছরের যন্ত্রণার অবিলম্বে সমাধান হোক। যাতে নির্ভুলভাবে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলে, তার জন্য সরকার ও কমিশন যথাযথভাবে তথ্য দিয়ে ব্যবস্থা করুক।

১৫ হাজার ফুট উঁচুতেও নিয়োগের দাবি চাকরিপ্রার্থীদের

আর কত যন্ত্রণা আমরা সহ্য করব? কমিশন একের পর এক ভুল করবে। এটা তো দীর্ঘদিন ধরে চলতে পারে না। আমরা চাই, এই সমস্যার দ্রুত সমাধান হোক।’

Most Popular