Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্য৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণা নয়, বাড়াল স্থগিতাদেশের মেয়াদ

৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণা নয়, বাড়াল স্থগিতাদেশের মেয়াদ

স্টাফ রিপোর্টার: আগামী ৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণা করা যাবে না। বুধবার আদালতের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের উপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। প্রধান বিচারপতি এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল,

৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট ঘোষণা নয়, বাড়াল স্থগিতাদেশের মেয়াদ

মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির দিন প্রকাশ করতে পারবে না। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার দাবিতে গত ডিসেম্বরে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলার শুনানিতে আদালত এই নির্দেশ দেয়।

Most Popular