Monday, April 29, 2024
spot_img
Homeরাজ্যপুরুষ শিক্ষককে মহিলাদের স্কুলে বদলি করা যাবে না, শিক্ষক বদলির গাইডলাইন প্রকাশ

পুরুষ শিক্ষককে মহিলাদের স্কুলে বদলি করা যাবে না, শিক্ষক বদলির গাইডলাইন প্রকাশ

স্টাফ রিপোর্টার: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে রাজ্য সরকার শিক্ষক বদলির নয়া পদ্ধতি চালু করলেও, তা নিয়ে সমস্যা সামনে এসেছে। কোথাও পড়ুয়ার সংখ্যার আধিক্য থাকলেও শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে ক্লাস। আবার কোথাও শিক্ষকের বহর বেশি। এই অসামঞ্জস্য মেটাতেই দ্রুত নতুন গাইডলাইন প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবারই স্কুল শিক্ষা দফতরের নির্দেশে প্রকাশ করা হল সেই গাইডলাইন।গাইডলাইনে জানানো হয়েছে, প্রত্যেক স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা ঠিক রাখতে হবে।

পুরুষ শিক্ষককে মহিলাদের স্কুলে বদলি করা যাবে না, শিক্ষক বদলির গাইডলাইন প্রকাশ

প্রতিটি বিষয়ের ক্লাস নেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সে কথা মাথায় রাখতে হবে।যাঁরা নতুন চাকরি পেয়েছেন, তাঁদের সেই স্কুলে পাঠানো যেতে পারে যেখানে শিক্ষকের সংখ্যা কম। যে সব শিক্ষক বা শিক্ষিকার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, যাঁদের বাড়িতে ছোট সন্তান রয়েছে, যাঁদের অবসরের মাত্র ২ বছর বা তার কম বাকি, তাঁদের বদলির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

পুরুষ শিক্ষককে মহিলাদের স্কুলে বদলি করা যাবে না, শিক্ষক বদলির গাইডলাইন প্রকাশ

কোনও জেলার যে স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি, সেই স্কুলের শিক্ষককে বদলি করা যেতে পারে ওই একই জেলার অন্য স্কুলে, যেখানে শিক্ষকের অভাব রয়েছে। পুরুষ শিক্ষককে মহিলাদের স্কুলে বদলি করা যাবে না।কোন স্কুলে শিক্ষকের সংখ্যা কম, কোথায় বেশি, সেই সংক্রান্ত তথ্য শিক্ষা দফতরে দিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিআই-কে।

Most Popular