Monday, April 29, 2024
spot_img
HomeUncategorizedআইপিএল নয়, বিশ্বকাপকে গুরুত্ব দাও : গম্ভীর

আইপিএল নয়, বিশ্বকাপকে গুরুত্ব দাও : গম্ভীর

সংবাদ সংস্থা : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে রোহিত শর্মার দল। এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড ভেঙে ফেলে নির্বাচকমন্ডলী। ভারতের হতশাজনক ফলাফলের সমালোচনা করলেন ভারতের প্রাক্তন বাঁহাতি ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘আমি মনে করি ভারতীয় ক্রিকেট গত দুই বিশ্বকাপে সবচেয়ে বড় ভুল হল খেলোয়ারদের বড় ম্যাচের আগে একসঙ্গে বেশি ম্যাচ না খেলা।

আইপিএল নয়, বিশ্বকাপকে গুরুত্ব দাও : গম্ভীর

’ গম্ভীর বলেন, ‘বড় ম্যাচের আগে খেলোয়াড়রা একসঙ্গে না খেললে কি করে হবে। কেউ বলতে পারবে আমরা শেষ কবে সেরা একাদশ দেখেছি। যে একাদশ খেলেছে তা সেরা নয়।’গম্ভীর মনে করেন, ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজাদের বারবার বিশ্রাম যাওয়া দলের জন্য ক্ষতিকারক। যদি বিশ্বকাপে ভালো করতে চায় তাহলে বড় প্লেয়ারদের বিশ্রাম দেওয়া যাবে না।

আইপিএল নয়, বিশ্বকাপকে গুরুত্ব দাও : গম্ভীর

২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলেন, ‘টানা খেলার ধকল সামলাতে যদি কেউ বিশ্রাম নিতে চান তাহলে টি-টোয়েন্টি বা আইপিএলের কয়েকটা ম্যাচ বসে থাকতে পারেন। কিন্তু সাদা বলের ক্রিকেটে জিততে হলে একদিনের ম্যাচ বেশি খেলতে হবে।’

Most Popular