Saturday, April 27, 2024
spot_img
Homeদেশঠান্ডায় যেন একটা গরুও না মরে, কড়া নির্দেশ যোগীর

ঠান্ডায় যেন একটা গরুও না মরে, কড়া নির্দেশ যোগীর

সংবাদ সংস্থা : শীত বাড়তেই গোমাতাদের সুরক্ষা নিশ্চিত করতে আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বহু মানুষ গরুকে মাতৃজ্ঞানে পুজো করলেও বহু ‘গোমাতা’-ই গৃহহীন।তাদের নির্দিষ্ট কোনও আশ্রয় নেই। এর ফলে তারা রাতভর কৃষকের ফসলের ক্ষতি করে।

ঠান্ডায় যেন একটা গরুও না মরে, কড়া নির্দেশ যোগীর

লোকসানের মুখে পড়তে হয় কৃষককে। এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে এবার রাজ্যজুড়ে গোশালা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন উত্তররপ্রদেশের মুখ্যমন্ত্রী।তিনি বলেন, দরকার হলে পিপিপি মডেলে স্বনির্ভর গোশালা তৈরি করতে হবে। কিন্তু ঠান্ডায় কষ্ট পেয়ে গরু মরতে দেওয়া যাবে না।

Most Popular