Thursday, May 9, 2024
spot_img
Homeজেলাডায়মন্ড হারবার হাসপাতালের তৎপরতায় জীবন ফিরে পেল এক শিশু

ডায়মন্ড হারবার হাসপাতালের তৎপরতায় জীবন ফিরে পেল এক শিশু

বিশ্ব সমাচার, ডায়মন্ড হারবার : হাসপাতালের তৎপরতায় জীবন ফিরে পেল এক শিশু। এই প্রথম ডায়মন্ড হারবার হাসপাতালে শিশুদের ডায়ালিসিস করা হয়। এর আগে এত দিন পর্যন্ত শিশুদের পাঠানো হত কলকাতায়। এই প্রথম সাপে কামড়ানো এক শিশুর ডায়ালিসিস করা হল ডায়মন্ড হারবার হাসপাতালে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার কুলেশ্বরের ফকিরপাড়া গ্রামের সাড়ে ১১ বছরের আজহার উল শেখকে একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপে ছোবল মারে। এরপরই তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সাপে কামড়ানো ওই শিশুর ‘হেমোটক্সিক স্নেকবাইট’ হওয়ায় তার দু’টি কিডনিই অকেজো হয়ে গিয়েছিল। প্রস্রাবও বন্ধ হয়ে যায় শিশুটির। তাকে ডায়ালিসিস করার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে বড়দের ডায়ালিসিস চালু থাকলেও, শিশুদের ডায়ালিসিস কখনওই করা হয় নি। কিন্তু এদিন শিশু বিভাগ ও ডায়ালিসিস বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় ওই শিশুর ডায়ালিসিস করা হয়। প্রায় দু’সপ্তাহ পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরে।

Most Popular