Thursday, May 2, 2024
spot_img
Homeরাজ্যনিম্নমুখী পারদ, জাঁকিয়ে শীত ডিসেম্বরেই!

নিম্নমুখী পারদ, জাঁকিয়ে শীত ডিসেম্বরেই!

স্টাফ রিপোর্টার: নভেম্বর শেষের পথে, তবু হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।তবে শীতের জন্য আরও এক থেকে দু’সপ্তাহ অপেক্ষা করতে হবে বাঙালিকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

নিম্নমুখী পারদ, জাঁকিয়ে শীত ডিসেম্বরেই!

তার আগে নভেম্বরে ঠান্ডা আর নতুন করে বাড়বে না। বরং তাপমাত্রা সামান্য উর্ধ্বমুখী হতে পারে। তবে রাজ্যজুড়ে শীতের আমেজ চলবে।তবে, শীতের আমেজে রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটিও। আপাতত উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নমুখী পারদ, জাঁকিয়ে শীত ডিসেম্বরেই!

ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে। এর জেরে আগামী দিনে বাংলার আবহাওয়ায় কোনও প্রভাব পড়তে পারে কি না, সে দিকেও নজর রয়েছে আবহবিদদের।

Most Popular